আরেক ব্রিটিশ জিম্মির ভিডিও প্রকাশ করল আইএস

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা নতুন করে আরেক ব্রিটিশ জিম্মির ভিডিও প্রকাশ করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 04:47 PM
Updated : 18 Sept 2014, 05:05 PM

ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি একজন ব্রিটিশ সাংবাদিক। নাম জন ক্যান্টলি। তাকে কমলা রঙের পোশাক পরে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরকারের উদ্দেশ্যে তাকে ক্যামেরার সামনে কথা বলতেও দেখা গেছে।

তবে ‘লেন্ড মি ইওর এয়ারস’ শীর্ষক তিন মিনিটের এ ভিডিওতে কোনো আইএস জঙ্গিকে দেখা যায়নি কিংবা জিম্মির শিরশ্ছেদ করতেও দেখা যায়নি।

ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে নেয়া আইএস জঙ্গিরা এর আগে তিন জিম্মির শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে। এদের দুইজন ছিলেন মার্কিন সাংবাদিক এবং একজন ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইনস।

ওই ভিডিওতে এরপর আরেক ব্রিটিশ ত্রাণকর্মী অ্যালেন হেনিং এর শিরশ্ছেদের হুমকি দেয় আইএস জঙ্গিরা।

নতুন প্রকাশিত ভিডিওতে ব্রিটিশ জিম্মি জন ক্যান্টলি তার বার্তায় জানান, সিরিয়ায় যাওয়ার পর ২০১২ সালের নভেম্বরে তিনি আইএস এর হাতে বন্দি হন। ব্রিটেনে ‘দ্য সানডে টাইমস’সহ বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনে কাজ করেছেন তিনি।