নাইজেরিয়ার থানায় আসামি নির্যাতনে বিশেষ সেল

নাইজেরিয়ার থানাগুলোতে আটকদের নানাভাবে নিষ্ঠুর নির্যাতন চালান হয় বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 01:57 PM
Updated : 18 Sept 2014, 01:57 PM

দেশটির অনেক থানায় আসামি নির্যাতনের জন্য বিধিবহির্ভূতভাবে একজন কর্মকর্তাও ঠিক করে দেয়া হয়েছে বলে অভিযোগ সংগঠনটির।

বৃহস্পতিবার মানবাধিকার সংগঠনটির অভিযোগের বরাত দিয়ে বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়, সেনা ও পুলিশ কর্তৃপক্ষ আটকদের মারধর, নখ ও দাঁত উপড়ে ফেলা, এমনকি যৌন হয়রানির মতো নির্যাতনগুলো চালায়।

চুরির অভিযোগে আটক একজন নারী অভিযোগ করেন, থানায় তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং তার গোপনাঙ্গে টিয়ারগ্যাস স্প্রে করা হয়েছে।
তবে অধিকার সংগঠনটির এমন অভিযোগ নিয়ে এখনো মুখ খোলেনি নাইজেরিয়া সরকার।

অভিযুক্তদের সহজ স্বীকারোক্তি পেতে কিংবা তাদের কাছ থেকে অর্থ আদায় করতে পুলিশ কর্তারা নির্যাতনের পথ বেছে নেন।