বেত খেয়ে জেলে তরুণ ইরানী নাচিয়েরা

গানের তালে নেচে ধারণ করা একটি ভিডিওচিত্র ইউটিউবে প্রচারের অপরাধে ছয় ইরানীকে বেত্রাঘাত ও কারাবাস দিয়েছে দেশটির একটি আদালত।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 01:30 PM
Updated : 18 Sept 2014, 01:30 PM

দণ্ডিত তরুণ-তরুণীরা আমেরিকান গায়ক প্যারেল উইলিয়ামসের বিখ্যাত গান ‘হ্যাপি’র আদলে নেচেছিলেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

‘ইরানওয়্যার’ পত্রিকার খবরে বলা হয়, বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড ও ৯১ বেত্রাঘাতের স্থগিতরায় দেয় আদালত। তবে আগামী তিন বছরের মধ্যে যে কোনোসময় ওই রায় কার্যকর করতে পারবে ইরান কর্তৃপক্ষ।

চলতি বছরের মার্চে অপেশাদার ভিডিওটি ইউটিউবে প্রকাশ করার একমাসের মাথায় ওই ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আটকাবস্থায় তাদেরকে বিভিন্নভাবে হেনস্তা করা হয় এবং টেলিভিশন ক্যামেরার সামনে হাজির হয়ে দোষ স্বীকারে বাধ্য করা হয়।

অবশ্য ওই ভিডিওটির জন্য অভিযুক্তরা ক্ষমা চেয়েছেন। ফাঁদে ফেলে, প্রতারণার আশ্র্রয় নিয়ে তাদেরকে দিয়ে গানের ভিডিওটি ধারণ করা হয়েছে বলে দাবি করেন তারা।

অভিযুক্ত এক নারী বলেন, ভিডিও কোথাও প্রচার করা হবে না বলে আশ্বাস পেয়ে তারা এতে অংশ নিয়েছেন।

গানের জন্য এমন আটকের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সামাজিক যোগাযোগ মধ্যমে নিন্দা জানান হয়। শিল্পী উইলিয়ামস নিজেও আটকদের মুক্তি দাবি করে ট্যুইট করেন।