চীনে ঘূর্ণিঝড়ে নিহত ৭

চীনের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে অন্ততপক্ষে ৭ জন নিহত ও ১ জন নিখোঁজ রয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 09:25 AM
Updated : 18 Sept 2014, 09:32 AM

মঙ্গলবার আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের কারণে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে বুধবার চীনা কর্তৃপক্ষ জানিয়েছে।

ওইদিন সকাল ৯টা ৪০’এ প্রতি সেকেন্ডে ৪০ মিটার বেগে কালমায়েগি হাইনান প্রদেশে আঘাত হানে, এরপর সেটি গুয়াঙডং প্রদেশের দিকে এগিয়ে যায়।

দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশে হাইনানে ঝড়ের সময়ে বয়ে যাওয়া প্রবল বাতাস ও ঝড়বৃষ্টিতে একজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন, জানিয়েছেন প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের উপপ্রধান চেন য়ু।

তিনি আরো জানান, কালমায়েগির তাণ্ডবে হাইনানের ২৮ লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কৃষি, মৎস সম্পদ, সড়ক যোগাযোগ ও পানি সরবরাহ ব্যবস্থায় সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় ৯৪ কোটি ডলার।

প্রদেশটির চেঙমাই কাউন্টিতে ১৩৯৪টি মাছ ধরার ট্রলারের মধ্যে বন্দরে ফেরার পথে ৮৩৫টি ট্রলার ঘূর্ণিঝড়ের কারণে ডুবে গেছে।

চেঙমাইয়ের এক জেলে জানান, ঘূর্ণিঝড়ের কারণে তারা পরিবারের সব সম্পদ হারিয়েছেন।

হাইনান ছাড়াও দক্ষিণাঞ্চলীয় গুয়াঙডং এবং গুয়াংশি প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও নিহতের ঘটনা ঘটেছে।

এটি নিয়ে চলতি বছর ১৫টি ঘূর্ণিঝড় চীনে আঘাত হানল।