এমপি’কে ময়লার বাক্সে পুরলেন বিক্ষুব্ধরা!

ইউক্রেইনে পার্লামেন্ট ভবনের বাইরে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ আমলের এক এমপি’কে ধরে আবর্জনার বাক্সে পুরেছেন বিক্ষুব্ধরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 03:55 PM
Updated : 17 Sept 2014, 03:55 PM

ব্রিটেনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকা জানায়, মঙ্গলবার এমপি ভিটালি জুরাভস্কিকে অকস্মাৎ ধরে নিয়ে ছোট ময়লার গাড়িতে ছুড়ে ফেলেন বিক্ষোভকারীরা। পরে ওই গাড়িতে টায়ার নিক্ষেপ করাসহ তরল পদার্থ ছুড়ে মারেন তারা।

ওই ঘটনার একাধিক ভিডিওচিত্র ইউটিউবে আপলোড করা হয়েছে বলেও জানায় পত্রিকাটি।

কী কারণে ওই জনপ্রতিনিধি বিক্ষোভকারীদের রোষের শিকার হয়েছেন তা স্পষ্ট নয়। অবশ্য ঘটনার দিনই সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ আমলের এমপি’দের বাদ দিয়ে পার্লামেন্টে একটি আইন পাস হয়।

আইনটি পাস হওয়া ঘটনার কারণ হতে পারে বলে ‘আরটি ডটকম’এর খবরে বলা হয়েছে। কিন্তু হামলার শিকার এমপি ভিটালি দাবি করেছেন তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারিরা এই ঘটনায় জড়িত।

ভিডিওচিত্রে দেখা যায়, এমপিকে যখন বিক্ষোভকারীরা হেনস্তা করছিলেন, তখন কয়েকজন ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণে ব্যস্ত। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যকে তাকে উদ্ধারে এগিয়ে আসতে দেখা যায়।

হামলার শিকার ওই এমপি পার্লামেন্টে অধিবেশনের বিরতির ফাঁকে বাইরে গিয়েছিলেন বলে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এমপি জুরাভস্কি। তবে এনিয়ে আইনি ব্যবস্থা নেবেন না বলে তিনি জানিয়েছেন।