যুক্তরাষ্ট্রে হামলার হুমকি আইএস সমর্থকের

ইসলামিক স্টেটের (আইএস) ওপর হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর হামলার হুমকি দিয়েছে জঙ্গি দলটির এক সমর্থক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 01:54 PM
Updated : 16 Sept 2014, 02:08 PM

যুক্তরাষ্ট্র গত সপ্তাহে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে বিমান হামলা করার প্রস্তুতি নেয়ার ঘোষণা দেয়ার পর আইএস সমর্থকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া এল।

মিনবার জিহাদি মেডিয়া ওয়েবসাইটে সোমবার অন্য মানুষদের ব্যাপারে হস্তক্ষেপের নিন্দা জানানো হয় এবং বলা হয় এতেও একই প্রতিক্রিয়া হবে।

আরবি থেকে অনুবাদ করা ওই ওয়েব বার্তায় বলা হয়, “এটি যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর ওপর সব ক্ষেত্রেই একই শক্তিতে সমান প্রতিক্রিয়া বয়ে আনবে”।

কয়েকজন পশ্চিমা জিম্মির শিরশ্ছেদ করা জঙ্গি দল আইএস এর বিরুদ্ধে সামরিক হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।

আইএস সমর্থক আমির আল-থুল বলেন, “আমেরিকা এবং এর সঙ্গে জড়িত বা মিত্র প্রতিটি দেশকে আইএস এর বিরুদ্ধে তাদের যুদ্ধের ব্যাপারে আমি কড়া ভাষায় হুঁশিয়ার করছি। তাদের স্থানীয় এবং আন্তর্জাতিক স্বার্থগুলো হামলার লক্ষ্য হবে”।