সিরিয়ায় যুদ্ধবিমান ভূপাতিত করেছে আইএস

ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা বিমান বিধ্বংসী অস্ত্র দিয়ে সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

>>রয়টার্স
Published : 16 Sept 2014, 11:55 AM
Updated : 16 Sept 2014, 12:09 PM

জুনে আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ার বিশাল এলাকার দখল নিয়ে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মত তারা এ বিমান ভূপাতিত করল। সিরিয়ায় গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী একটি দল একথা বলেছে।

রাজধানী দামেস্কের ৪শ’ কিলোমিটার উত্তরপূর্বে ইসলামিক স্টেটের ঘাঁটি রাক্কা শহরে বিমানটি ভূপাতিত হয় বলে জানিয়েছেন এক অধিবাসী।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ মঙ্গলবার রাক্কায় ৫ টি বিমান হামলার খবর জানিয়েছে।

সংগঠনটি পরিচালনাকারী রমি আব্দুলরহমান আইএস এর কাছের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমোদন দিয়েছেন। ওদিকে, ইরাকেও আইএস কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলছে।

সিরিয়ার বিমান বাহিনী রাক্কা এবং দির আল জোর প্রদেশে আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে প্রায় প্রতিদিনই বোমা হামলা চালাচ্ছে। জুনে আইএস জঙ্গিরা ইরাকের মসুল শহর দখলের পর থেকে এ বোমা হামলা চলছে।

আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে জোট গড়ছে তাতে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছে সিরিয়া। কিন্তু পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের কারণে সিরিয়ার কাছ থেকে এ সহযোগিতা নাকচ করেছে।