ঘূর্ণিঝড়ের কবলে হংকং

কালমেজি নামের বড় ধরনের একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে হংকং।

>>রয়টার্স
Published : 16 Sept 2014, 08:24 AM
Updated : 16 Sept 2014, 08:24 AM

কালমেজি’র সতর্কতায় সোমবার রাতে হংকংয়ের আবহাওয়া দপ্তর ‘দি অবজারভেটরি’ ৮ নং মহাবিপদ সঙ্কেত জারি করা করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টায় ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি হংকং বন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল। এ সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার।

কালমেজি প্রতি ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে চীনের গুয়াংডং প্রদেশ ও হাইনান দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

ঘূর্ণিঝড়টির কারণে বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্র হংকংয়ের স্টক মার্কেটসহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মঙ্গলবারের কার্যক্রম বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি “কিছু সময়ের জন্য” হংকং নগরে অবস্থান করতে পারে বলে জানিয়েছে অবজারভেটরি। তবে কালমেজি শহর ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সময় সকাল ৯টার সময়ও ঘূর্ণিঝড়ের ৮ নম্বর বিপদ সঙ্কেত বজায় থাকলে সকালে স্টক মার্কেট বন্ধ রাখা হবে আর দুপুর পর্যন্ত বজায় থাকলে সারাদিনের জন্য মার্কেট বন্ধ রাখা হবে।

সঙ্কেত বজায় থাকলে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং জরুরি বিভাগগুলো বাদে সব ধরনের সরকারি দপ্তর বন্ধ রাখা হবে।

ঘূর্ণিঝড়ের কারণে হংকং বিমানবন্দরের বহির্গামী ফ্লাইটগুলো ছাড়তে দেরী হচ্ছে, হংকংমুখী বিমানগুলোরও পৌঁছতে দেরি হচ্ছে।

এর আগে ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের উত্তরাঞ্চল দিয়ে বয়ে যায়। এতে ওই অঞ্চলের ফসলি জমিগুলো প্রবল বর্ষণে ডুবে যায় এবং ব্যাপক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে।