ইরাক অভিযানে সমর্থন পেল যুক্তরাষ্ট্র

ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে সমর্থন দিয়েছেন বিশ্ব নেতারা। এতে করে আইএস এর বিরুদ্ধে অভিযানে জোট গঠনে ওয়াশিংটনের প্রচেষ্টা গতি পাবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 04:49 PM
Updated : 15 Sept 2014, 04:49 PM

তবে ইরাক অভিযানে কূটনৈতিক সমর্থন পেলেও সিরিয়ায় অভিযানের বিষয়ে কোনোকিছুই উল্লেখ করেননি বিশ্ব নেতারা।

ফ্রান্স জঙ্গিবিমান ইরাক অভিযানে পাঠিয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষিত বৃহত্তর জোটে প্রথম মিত্র দেশ হিসাবে যোগ দেয়া পথে একধাপ এগুলো ফ্রান্স।

ফ্রান্সে ইরাক নিয়ে একটি সম্মেলন চলছে। কিন্তু সোমবারের সম্মেলনের পর দেয়া বিবৃতিতে সিরিয়া ইস্যু নিয়ে কিছু উল্লেখ করা হয়নি। ইরাক সোমবারের বৈঠকে যোগ দিলেও সিরিয়া দেয়নি। সিরিয়ার প্রধান মিত্রদেশ ইরানও যোগ দেয়নি।