ইরাকের ফাল্লুজা হাসপাতালে গোলা

ইরাকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা নিয়ন্ত্রিত ফাল্লুজা শহরের একটি হাসপাতাল সরকারি বাহিনীর গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 03:37 PM
Updated : 14 Sept 2014, 03:37 PM
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইএস এর দখলে থাকা শহরগুলোর বেসামরিক এলাকায় ইরাকের সেনাবাহিনীকে গোলা হামলা বন্ধের নির্দেশ দেয়ার পর এ ঘটনা ঘটল।
হাসপাতালের একজন কর্মী গোলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। চিকিৎসা কর্মকর্তারা বিবিসি’কে একথা জানিয়েছে।
ফাল্লুজা এবং রামাদির অনেক অধিবাসীই বলেছে, জিহাদিদের তুলনায় সেনাবাহিনীর কাছ থেকেই তাদের গোলা হামলার শিকার হওয়ার ঝুঁকি বেশি।
জঙ্গিরা ওই দুই শহরেরই দখল নিয়ে রেখেছে। শহর দুটি সুন্নি-অধ্যুষিত আনবার প্রদেশে।