মার্কিনীকে ৬ বছরের জেল দিল উত্তর কোরিয়া

পর্যটকের ছদ্মবেশে পিয়ংইয়ং এর বিরুদ্ধে কাজ করার জন্য মার্কিন নাগরিক ম্যাথিউ টড মিলারকে ছয় বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যমে রোববার এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 12:22 PM
Updated : 14 Sept 2014, 12:22 PM

সংক্ষিপ্ত ওই বিবৃতিতে বলা হয়, তিনি ডিপিআরকে বৈরী কর্মকান্ড করছিলেন। গত এপ্রিলে তিনি পর্যটকের ছদ্মবেশে পিডিআরকে তে প্রবেশ করেন।

ক্যালিফোর্নিয়ার বেকারসফিল্ড থেকে মিলার এপ্রিলে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেনি কর্তৃপক্ষ। তবে তিনি ভিসা ছিড়ে ফেলে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে জানিয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তার বিচার প্রক্রিয়া চলাকালীন ছবিতে মিলারের পাসপোর্ট এবং উত্তর কোরিয়ার ভিসার কাগজপত্রসহ ব্যক্তিগত কিছু জিনিস ছেড়া দেখতে পাওয়া যায়।
আরেক মার্কিন নাগরিক জেফারি ফোলের বিচারের তারিখ ঘোষণা করবে উত্তর কোরিয়া। ফোলেও পর্যটক বেশে উত্তর কোরিয়ায় যান এবং মে মাসে গ্রেপ্তার হন।

অন্যদিকে, মার্কিন মিশনারী কেনেথ বায়েও ২০১২ সালের ডিসেম্বর থেকে উত্তর কোরিয়ায় আটক আছে এবং তার ১৫ বছরের সশ্রম কারাদন্ড হয়েছে।