শতাধিক যাত্রী নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

মধ্য ফিলিপাইনের উপকূলীয় এলাকার সাগরে শতাধিক যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় দুই যাত্রী মারা গেছেন ও ১০২ জনকে উদ্ধার করা হয়েছে।

>>রয়টার্স
Published : 14 Sept 2014, 05:06 AM
Updated : 14 Sept 2014, 05:06 AM

রোববার দেশটির দুর্যোগ ও উপকূলরক্ষী বাহিনী কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা আইএএনএস অন্তত ২৯ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে দেশটির দুর্যোগ ত্রাণ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে।

শনিবার দুপুরে মধ্য ফিলিপাইনের দক্ষিণ লেইতি প্রদেশের লিলোয়ান বন্দর থেকে মাহারলিকা টু নামের ওই ফেরিটি যাত্রা শুরু করে। প্রদর্শিত যাত্রী তালিকা অনুযায়ী ফেরিটিতে ২৬ জন ক্রু ও ৫৮ জন যাত্রী ছিল।

এছাড়া ফেরিটিতে আরো ১৩টি গাড়ি তোলা হলেও এসব গাড়ির চালকদের নাম যাত্রী তালিকায় রাখা হয়নি।

কমান্ডার আর্মান্ড বালিলো বলেছেন, “প্রাথমিকভাবে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, দুজন মারা গেছেন এবং দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজসহ তিনটি জাহাজ ১০২ জনকে উদ্ধার করেছে।”

“এখনো কতোজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত না আমরা, কারণ এখন বোঝা যাচ্ছে ফেরিটিতে আরো বেশি (তালিকার চেয়ে) যাত্রী ছিল।”

তিনি জানিয়েছন, শনিবার শেষ বিকেলে ফেরিটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়, কয়েক ঘন্টা পরেও সমস্যা সারিয়ে তোলা না গেলে রাত নয়টার দিকে তীব্র বাতাস ও প্রবল ঢেউয়ের তোড়ে ভাসতে থাকা ফেরিটি ছেড়ে আসার নির্দেশ দেয়া হয়।

জাহাজের স্টিয়ারিংয়ে সমস্যা দেখা দেয়ায় ফেরিটি ডান-বাম কোনো দিকেই বাঁক নিতে পারছিল না। এ অবস্থায় প্রবল ঢেউয়ের তোড়ে ফেরিটি ডুবে যায়।

প্রবল ঢেউয়ের কারণে উদ্ধারকারী জাহাজগুলো সময়মতো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা।