ভারতের স্বাস্থ্যখাতে ২ কোটি ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

ভারতে ‘নাটকীয়ভাবে’ বাড়ছে মানুষের গড় আয়ু। ভারত সফরকালে তাই এর প্রশংসা করে দু’দেশের অংশীদারিত্ব আরো সুসংহত করতে স্বাস্থ্যখাতে ২ কোটি অস্ট্রেলিয়ান ডলার দেয়ার অঙ্গীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2014, 03:34 PM
Updated : 5 Sept 2014, 03:34 PM

‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের’ ট্রমা সেন্টার পরিদর্শনকালে অ্যাবোট বলেন ‘দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ম্যালেরিয়ার সম্ভাব্য টিকা আবিষ্কার থেকে শুরু করে ট্রমার চিকিৎসা ও দারিদ্রের বিরুদ্ধে লড়াইও চালানো হবে।’

‘আগামী চার বছর দুই দেশ মিলে অনেক কিছুই করতে পারে’ বলেও মন্তব্য করেন তিনি।

এর পর তিনি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের চিকিৎসকদের উদ্দেশে ভাষণে বলেন ‘মানুষের বেঁচে থাকার গড় বয়স বাড়ানোর চেষ্টায় আপনাদের কার্যক্রমের জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই।’

ট্রমা চিকিৎসায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে অ্যাবোট বিশেষ জোর দেন।

তাছাড়া, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বেসামরিক পরমাণু চুক্তিও সই করার কথা রয়েছে তার। এ চুক্তির ফলে এশিয়ার জ্বালানি-চাহিদা থাকা দেশগুলোতে ইউরেনিয়াম বিক্রির পথ সুগম হবে।