ইবোলায় মৃতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে

পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারীতে মৃতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2014, 09:51 AM
Updated : 4 Sept 2014, 09:51 AM

ডব্লিউএইচও’র প্রধান ম্যার্গারেট চ্যান বলেছেন, গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় ৩৫০০টি নিশ্চিত ও সম্ভাব্য ইবোলা সংক্রমণের খবর জানা গেছে।

তিন বলেন, “নিয়ন্ত্রণ প্রচেষ্টারও আগে মহামারী ছড়িয়ে পড়ছে।”

বৃহস্পতিবার ইবোলার সবচেয়ে প্রতিশ্রুতিশীল চিকিৎসা বিষয়ে পর্যালোচনার জন্য এক বৈঠকে বসছে ডব্লিউএইচও। বৈঠকে ওই চিকিৎসার পরীক্ষা ও উৎপাদনে আরো গতিশীলতা আনার বিষয়ে আলোচনা করা হবে।

রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, চিকিৎসা গবেষক, আক্রান্ত দেশগুলোর কর্মকর্তারা এবং চিকিৎসানীতি বিষয়ক বিশেষজ্ঞরা সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ওই বৈঠকটিতে উপস্থিত থাকবেন।

ইবোলা মহামারীকে নিয়ন্ত্রণে আনার আগেই ২০ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পড়তে পারে বলে এর আগে সতর্ক করেছিল ডব্লিউএইচও।

এই মহামারীকে “আমাদের দেখা সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে জটিল” বলে বর্ণনা করেছেন চ্যান।