আরেক মার্কিনির ‘শিরশ্ছেদের’ ভিডিও প্রকাশ আইএসের

ইরাকের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে, যাতে তাদের হাতে বন্দী এক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের কথা বলা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2014, 03:50 AM
Updated : 3 Sept 2014, 04:08 AM

স্টিভেন সটলোফ (৩১) নামের এই সাংবাদিক টাইম, ফরেন পলিসি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ও ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরসহ বেশ কয়েকটি পত্রিকায় লিখতেন। গত বছর অগাস্টে সিরিয়া থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।

মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওতে আইএস বলেছে, তাদের হাতে ডেভিড হাইনেস নামের এক ব্রিটিশ নাগরিক বন্দী আছেন। যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা বন্ধ না করলে তাকেও একইভাবে হত্যা করা হবে।

ভিডিওটির সত্যতা নিশ্চিতে গোয়েন্দারা কাজ করছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

ভিডিওটি সম্পর্কে অবগত আছেন বলে সটলোফের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে সংবাদ সংগ্রহে আসা মার্কিন সাংবাদিক জেমস ফলিকে শিরশ্ছেদ করে তার ভিডিও প্রকাশ করে আইএস।

এরপরই আইএস প্রধান আবু বাকর আল-বাগদাদীর কাছে ছেলের প্রাণ ভিক্ষা চান সটলোফের মা শার্লি সটলোফ।

‘আমেরিকার প্রতি দ্বিতীয় বার্তা’ শিরোনামের আড়াই মিনিটের নতুন এই ভিডিওটি ফলির শিরশ্ছেদের পর ধারণ করা বলে মনে হলেও সঠিক সময় নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এতে কমলা রঙের গাউন পরা  সটলোফের পাশে মুখোশধারী এক ব্যক্তিকে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্দেশে তাকে বলতে শোনা যায়, “ওবামা, আমি ফিরে এসেছি। ফিরে এসেছি, কারণ আমাদের গুরুতর হুঁশিয়ারি সত্ত্বেও তুমি ইসলামিক স্টেটের বিরুদ্ধে উদ্ধত নীতি অব্যাহত রেখেছ।

“তোমার ক্ষেপণাস্ত্র আমাদের লোকজনকে আঘাত করার সঙ্গে সঙ্গে আমাদের ছুরিও তোমার লোকের গলায় আঘাত হানবে।”