‘ইউক্রেইনে অবস্থান শক্ত করছে রাশিয়া’

রাশিয়ার সামরিক বহর ইউক্রেইনের ভেতরে ঢুকেছে এবং সেখানে শক্তিশালী অবস্থান তৈরি করে নিচ্ছে বলে অভিযোগ করেছে কিয়েভ সরকার।

>>রয়টার্স
Published : 2 Sept 2014, 05:52 PM
Updated : 3 Sept 2014, 02:37 AM

পূর্ব ইউক্রেইনে রাশিয়ার সামরিক তৎপরতাকে সরাসরি আগ্রাসন আখ্যা দিয়েছেন কিয়েভের নেতারা।

ইউক্রেইনে আগ্রাসনের প্রতিবাদে মঙ্গলবার রাশিয়ার অর্থিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরো কঠোর অবরোধ আরোপের প্রস্তাব এসেছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছ থেকে।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া ইউক্রেইনে সেনাবহর পাঠিয়েছে। আর সেই কারণেই সম্প্রতি সেখানে বিচ্ছিন্নতাবাদীরা আকস্মিকভাবে অনেক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে।

ইউক্রেইনে রুশ সেনা উপস্থিতির প্রমাণ আছে বলে পশ্চিমা দেশগুলো দাবি করলেও, রাশিয়া বলছে তাদের সেনারা সেখানে অভিযানে অংশ নিচ্ছে না।

বিচ্ছিন্নতাবাদীদের অগ্রগতির কারণে সম্প্রতি দোনেস্কের গভর্নর নিজ শহর ছেড়ে পাশের শহর মারিওপলে অবস্থান নিয়েছেন।

সেখান থেকে তিনি রয়টার্সকে বলেন, “রাশিয়া তার এলাকায় সেনা অভিযান(আগ্রাসন) চালাচ্ছে”।

তিনি আরো বলেন, রাশিয়ার বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র সীমান্ত পাড়ি দিয়ে ইউক্রেইনে ঢুকেছে। তারা (রাশিয়ানরা) ধ্বংসলীলা চালানোর জন্য ইউক্রেইনে এসেছে। ইউক্রেইনের একটা অংশকে নিজেদের সঙ্গে জুড়ে নেয়ার চেষ্টা করছে।

জাতিসংঘের কর্মকর্তারা বলেন, যুদ্ধের কারণে ১০ লাখেরও বেশি মানুষ পূর্ব ইউক্রেইনে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

জেনেভায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক কর্মকর্তা ভিনসেন কোসেইল বলেন, গত দুই সপ্তাহে যুদ্ধের কারণে দুই লাখ ৬০ হাজারের মতো মানুষ পালিয়েছে।

আর চলতি বছরেই আট লাখের মতো মানুষ সীমান্ত পাড়ি দিয়ে রাশিয়ায় ঢুকেছিল। গত এপ্রিল থেকে পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কিয়েভ সেনাদের যুদ্ধ হচ্ছে।