সৌদি আরবে ‘সন্ত্রাসী’ সন্দেহে গ্রেপ্তার ৮৮

সৌদি আরব দেশের ভেতরে-বাইরে সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে ৮৮ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 03:37 PM
Updated : 2 Sept 2014, 03:37 PM

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারের আগে তাদেরকে বেশ কয়েক মাস ধরে নজরদারিতে রাখা হয়েছিল এবং তারা সন্ত্রাসী হামলা চালানোর দ্বারপ্রান্তে পৌঁছেছিল।

গ্রেপ্তারকৃতদের তিনজন ইয়েমেনের নাগরিক। একজনের পরিচয় এখনো পা্ওয়া যায়নি। আর বাকিরা সৌদি আরবের নাগরিক। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের হামলার মুখে সৌদি আরব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বলে জানিয়েছেন সংবাদদাতারা।

গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা কি ধরণের হামলার পরিকল্পনা করেছিল সে ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল-তুর্কি সাংবাদিকদের বলেন, গত কয়েক দিনে তাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৯ জন এর আগে সন্ত্রাসী হামলার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছে।

কেউ কেউ কারাভোগের মেয়াদ শেষের পর আদালতের নির্দেশে ছাড়া পেয়ে আবারো আগের অপরাধ জগতে ফিরে গেছে বলেও জানান তিনি।