আইএস’ এ যোগ দিতে পারে আফগান জঙ্গিরা

আফগানিস্তানে তালেবান সংশ্লিষ্ট ইসলামপন্থি জঙ্গি দল হেজব-ই-ইসলামির যোদ্ধারা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে যোগ দেয়ার কথা ভাবছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 02:17 PM
Updated : 2 Sept 2014, 02:17 PM

তাদের কমান্ডাররাও বলেছেন, ২০১৪ সালে নেটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরও তারা সরকারের বিরুদ্ধে লড়বে।

কমান্ডার মিরওয়াইজ বলেছেন, আইএস সত্যিকারের ইসলামিক খিলাফত হলে তারা এর সঙ্গে যোগ দেবেন। আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিরোধের মধ্যে জঙ্গিরা আইএস এর সঙ্গে যোগ দেয়ার এ খবর জানাল।

তিনি বলেন, “ইসলামিক খিলাফত হতে যা যা থাকা প্রয়োজন তা তাদের আছে কিনা আমরা তা দেখার অপেক্ষায় আছি। যদি তাদের তা থাকে তাহলে আমরা নিশ্চিতভাবেই তাদের আনুগত্য স্বীকারের ঘোষণা দেব। তারা মহান মুজাহিদীন। আমরা তাদের জন্য দোয়া করি। তাদের কর্মকান্ড পরিচালনায় কোনো সমস্যা না দেখলে আমরা তাদের সঙ্গে যোগ দেব”।

তালেবানরা আইএস এর সঙ্গে যোগ দিলে লড়াইয়ে এ এক সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।