লিবিয়ায় বেশিরভাগ মন্ত্রণালয় মিলিশিয়াদের দখলে

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সরকারের বেশিরভাগ মন্ত্রণালয় মিলিশিয়ারা দখল করে নিয়েছে।সরকার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

>>রয়টার্স
Published : 1 Sept 2014, 03:36 PM
Updated : 1 Sept 2014, 03:37 PM

অস্ত্রধারীরা কর্মকর্তাদেরকে কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না বলে জানানো হয়েছে বিবৃতিতে।

রোববার মিলিশিয়ারা মার্কিন দূতাবাস দখল করে। ভিডিওতে উল্লসিত কয়েকজনকে একটি বারান্দা থেকে সুইমিং পুলে লাফিয়ে পড়তে দেখা যায়।

এরই মধ্যে গত সপ্তাহে পদত্যাগ করা প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল-তিহনিকে আবার স্বপদে পূনর্বহাল করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

২০১১ সালে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকে দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। মিলিশিয়ারা তখন থেকেই নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হয়েছে।

নিরাপত্তা রক্ষায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এবং নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা গত মাসে পূর্বাঞ্চলীয় তোবার্ক শহরে সরে গেছে।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “রাজধানী ত্রিপোলিতে বেশির ভাগ মন্ত্রণালয়, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ব সংগঠন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে আমরা ঘোষণা করছি”।