গুপ্তচরবৃত্তি: তুরস্কে মার্কিন দূতকে তলব

যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির খবর পেয়ে আঙ্কারায় ওয়াশিংটনের সবচে ঊর্ধ্বতন কূটনীতিককে তলব করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়। তুরস্কের উপপ্রধানমন্ত্রী বুলেন্ত আরনিস একথা বলেছেন।

>>রয়টার্স
Published : 1 Sept 2014, 11:56 AM
Updated : 1 Sept 2014, 11:56 AM

জার্মানির দার স্পাইগেল ম্যাগাজিন রোববার তাদের ওয়েবসাইটে এক আর্টিকেলে বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এবং ব্রিটেনের জিসিএইচকিউ তুরস্কের বিরুদ্ধে ব্যাপক গুপ্তচরবৃত্তি চালিয়েছে।

সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেনের দলিল উদ্ধৃত করে আর্টিকেলে ওই কথা বলা হয়।

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের পরনতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর আরনিস সাংবাদিকদের বলেন, “যুক্তরাষ্ট্রের নাম উল্লেখিত হওয়ায় এবং গুপ্তচরবৃত্তির এমন দাবি ওঠায়.... এ ব্যাপারে আরো তথ্য জানার জন্য মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স কে পররাষ্ট্রমন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে”।

জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা (বিএনডি) তুরস্কে কয়েকবছর ধরে গুপ্তচরবৃত্তি করছে এম খবর বের হওয়ার কয়েকসপ্তাহ পর এনএসএ’র গুপ্তচরবৃত্তির এ খবর এল।