ইউক্রেইনকে অস্ত্র দেয়ার আহ্বান মার্কিন সিনেটরের

“রাশিয়ার দখলের শিকার” ইউক্রেইনকে অস্ত্র সহায়তা দিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর রবার্ট মেনেন্দেজ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 09:07 AM
Updated : 1 Sept 2014, 09:07 AM

সোমবার বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্ক বিভাগের এই প্রধান “দখলের” জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মূল্য দিতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন।

আর সিনেটর জন ম্যাককেইন বলেছেন, “এটি হামলা নয়, এটি দখল।”

সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে ডেমক্রেট দলীয় মেনেন্দেজ বলেছেন, “আমাদের উচিত ইউক্রেইনীয়দের আত্মরক্ষামূলক অস্ত্র দেয়া, এতে পরবর্তী আগ্রাসনের জন্য পুতিনকে বেশ মূল্য দিতে হবে।”

“এটি আর কিছু বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের প্রশ্ন না, এটি সরাসরি রাশিয়ার দখল। এটি আমাদের এভাবেই দেখতে হবে।”

এই ইস্যুটি প্রেসিডেন্ট বারাক ওবামার টেবিলে “এখন সম্ভবত বেশ ভাল অবস্থাতেই আছে” বলে মন্তব্য করেছেন তিনি।

অপরদিকে সিবিএস চ্যানেলে ‘জাতির মুখোমুখি’ অনুষ্ঠানে ম্যাককেইন বলেছেন, “পুতিন একজন পুরনো কেজিবি (সোভিয়েত গোয়েন্দা সংস্থা) কর্নেল যে রুশ সাম্রাজ্য পুনরুদ্ধার করতে চায়।”

ইউক্রেইনকে অস্ত্র সহায়তা দেয়া উচিত, এ কথা বলার আগে রাশিয়ার বিরুদ্ধে “শক্ত নিষেধাজ্ঞা” আরোপ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “তাদের যেসব অস্ত্র প্রয়োজন তা তাদের দেয়া হোক। তাদের যা যা প্রয়োজন সব দেয়া হোক। তাদের লড়াই করার সামর্থ্য দেয়া হোক।”

এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউক্রেইনের “রাষ্ট্রীয়” বিষয় নিয়ে আলোচনার ডাক দিয়েছিলেন।