ভারতীয় স্কুলে জাপানি ভাষাশিক্ষা চান মোদি

ভারত ও জাপানের মধ্যে ভাষার সখ্য গড়তে চান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 07:37 AM
Updated : 1 Sept 2014, 07:41 AM

এ লক্ষ্যে ভারতে এসে জাপানি ভাষা শিক্ষা দিতে জাপানি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমাবার জাপানের তাইমেই এলিমেন্টারি স্কুল পরিদর্শনে গিয়ে দেয়া এক ভাষণে মোদি এ আহ্বান জানান।

১৩৬ বছরের পুরনো এই স্কুলটি ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে এটি পুনর্নির্মাণ করা হয়।

প্রধানমন্ত্রীর দাপ্তরিক একাউন্টে পোস্ট করা মোদির ভাষণের ট্যুইটে বলা হয়, “আমরা আমাদের স্কুলগুলোতে জাপানি ভাষা শিক্ষা দেয়ার চেষ্টা করছি। এজন্য আমাদের শিক্ষক দরকার। আমি আপনাদের সবাইকে ভারতে এসে শিক্ষা দেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

এশিয়ার দেশগুলোতে শিক্ষার আরো প্রসার ঘটানো দরকার বলে মন্তব্য করেন মোদি।

তিনি বলেন, “২১ শতাব্দী হবে এশিয়ার শতাব্দী, বিশ্ব এটি স্বীকার করে নিয়েছে, কিন্তু আমাদের এটি জিজ্ঞেস করা উচিত, আমরা কি নিজেদের এরজন্য প্রস্তুত করেছি।”

বর্তমানে পাঁচদিনের সফরে জাপানে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। শনিবার তিনি জাপানের প্রাচীন শহর কিয়াটোতে পৌঁছলে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তাকে স্বাগত জানান।

রোববার মোদি কিয়াটোর বিখ্যাত বৌদ্ধ মন্দির তোজি ও কিনকাকু-জি পরিদর্শন করেন।