সোমালিয়ায় গোয়েন্দা দপ্তরে জঙ্গি হামলা, নিহত ১২

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জাতীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে আত্মঘাতী হামলা চালিয়েছে ইসলামি জঙ্গিরা।

>>রয়টার্স
Published : 31 August 2014, 05:34 PM
Updated : 31 August 2014, 05:34 PM

রোববার আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের পর আল শাবাবের বন্দুকধারী জঙ্গিরা গোয়েন্দা দপ্তরে ঢুকে পড়ে বলে সরকারি কর্মকর্তারা জানান।

ওই দপ্তরে আটক আল শাবাবের কয়েকজন নেতাকে মুক্ত করতে হামলা হলেও জঙ্গিরা সফল হয়নি। মাত্র ৪৫ মিনিটের মধ্যে হামলাকারী সব জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছে ১২ জন। এর মধ্যে তিনজন সেনাসদস্য, দুইজন বেসামরিক নাগরিক। বাকিরা হামলাকারী জঙ্গি বলে সরকারি কর্মকর্তারা জানান।

নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ ইউসুফ জানান, সন্দেহভাজন ইসলামি জঙ্গিরা প্রথমেই বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। পরে গুলি করতে করতে গোয়েন্দা দপ্তরের মূল ভবনে ঢুকে পড়ে।

সেখানে নিচ তলায় কিছুদিন আগে গ্রেপ্তার কিছু জঙ্গিকে রাখা হয়েছিল। তবে হামলাকারীরা সেখানে পৌঁছে তাদের মুক্ত করতে পারেনি বলে নিরাপত্তারক্ষীদের দাবি।

নূর নামের এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেন, জঙ্গিরা গোয়েন্দা দপ্তরের মূল ভবনে ঢুকে পড়ে। তবে নিরাপত্তারক্ষীরা প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়ে তাদেরকে ধরে ফেলে।

বড় ধরনের নাশকতার ছক নিয়ে দপ্তরে প্রবেশ করেছিল জঙ্গিরা। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক যোদ্ধাদের মুক্ত করার পরিকল্পনা ছিল তাদের।

তথ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কিছু হামলাকারী সরকারি নিরাপত্তাকর্মীদের পোশাক চুরি করেছিল। ৪৫ মিনিটের মধ্যে হামলাকারীদের সবাইকে শেষ করে দেয়া হয়েছে।

সোমালিয়ায় কঠোর ইসলামি অনুশাসন প্রতিষ্ঠার দাবিতে লড়াই করছে আল শাবাব। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজধানী মোগাদিসু ও আরো কিছু এলাকা শাসন করেছিল আল শাবাব। তবে আফ্রিকান ইউনিয়ন নিয়োজিত শান্তিরক্ষী বাহিনী তাদেরকে হাটিয়ে দিয়েছিল।