‘বিভ্রান্ত’ জিহাদের বিষয়ে সৌদি ইমামের সতর্কবাণী

জিহাদের ‘বিভ্রান্তিকর’ ডাকে পথভ্রষ্ট না হতে মুসলিম তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের শীর্ষ ধর্মীয় নেতা শেখ আব্দুল আজিজ আল–আসশায়িখ।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 09:48 AM
Updated : 31 August 2014, 09:48 AM

সম্প্রতি মক্কার নেদা আল ইসলাম রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে একে “গুরুতর বিষয়” বলে বর্ণনা করেছেন তিনি।

বিদেশী জিহাদি সংগঠনের জন্য সদস্য সংগ্রহের অভিযোগে সম্প্রতি সৌদি আরবে আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে দেশটির জ্যেষ্ঠ উলেমা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ মুসলিম তরুণদের প্রতি এই আহ্বান জানিয়েছেন।

ইরাক ও সিরিয়ায় বিদ্রোহী লড়াইরত জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) তাদের কথিত “জিহাদে” যোগ দেয়ার জন্য মুসলিম তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে।

আইএস’র আহ্বানের বিরোধীতা করে, আহ্বানকারীদের নীতি-আদর্শ না জেনে অজানা দেশে অজানা পতাকার নীচে নিজেকে সপে দেয়ার বিপদ সম্পর্কে মুসলিম তরুণদের সতর্ক করেছেন মুফতি আজিজ।
এতে আহ্বানকারীদের হাতে বন্দি হওয়ার, বিক্রি হয়ে যাওয়ার বা আপোষ করতে বাধ্য হওয়ার সম্ভবনা আছে বলে মন্তব্য করেছেন তিনি।
তরুণদের বিভ্রান্ত করে জিহাদের নামে ভিনদেশে পাঠিয়ে কঠিন বিপদের মুখে না ফেলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।