বাগদাদে গাড়িবোমায় নিহত ১১

ইরাকের রাজধানী বাগদাদের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১১ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

>>রয়টার্স
Published : 30 August 2014, 03:06 PM
Updated : 30 August 2014, 03:06 PM

শনিবারের ওই ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দেশটির হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীরা জানান।

এক পুলিশ কর্মকর্তা জানান, বাগদাদ থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ইউসিফিয়া শহরের উত্তর দিকের প্রবেশ পথে বসানো তল্লাশিচৌকিতে হামলা করতে যায় বিস্ফোরকবাহী ওই গাড়িটি।

এক পর্যায়ে তল্লাশির জন্য অপেক্ষমাণ গাড়িগুলোর ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়।

শনিবারের ওই হামলা কারা চালিয়েছে নিরাপত্তাকর্মীরা তা জানাতে পারেনি। দেশটির অধিকাংশ এলাকায় আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস সরকারের কাছ থেকে ইরাকের দখল নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

জঙ্গিদের দখলদারিত্বের কারণে ভাঙ্গণের হুমকিতে পড়েছে ইরাক। পরিস্থিতির সামাল দিতে সুন্নি জনগোষ্ঠীর দাবির মুখে দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে ক্ষমতা সরিয়ে দিলেও পরিস্থিতির উন্নতি হয়নি।