গোলানে ৪৪ শান্তিরক্ষীকে জিম্মি করেছে জঙ্গিরা

সিরিয়ার বিরোধপূর্ণ মালভূমি গোলান হাইটসে জাতিসংঘের ৪৪ শান্তিরক্ষীকে পণবন্দি করেছে সিরিয়ার বিদ্রোহী জঙ্গিরা।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 09:34 AM
Updated : 30 August 2014, 09:34 AM

শুক্রবার এক সংবাদ ভাষ্যে এ খবর জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ডুজারিক বলেছেন, “জাতিসংঘের শান্তিরক্ষা অভিযান বিভাগ (ডিপিকেও) জানিয়েছে, ফিজির ৪৪ সেনাকে আটক করা হয়েছে এবং ওই এলাকায় ৭২ জন ফিলিপিনো সেনা এখনও নিখোঁজ রয়েছেন।”

“জাতিসংঘ সিরিয়ায় বহু ধরনের গোষ্ঠির সঙ্গে যোগাযোগ করে চলছে এবং নিখোঁজ শান্তিরক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

“শান্তিরক্ষীদের নিরাপদ মুক্তির জন্য (সিরীয়) সরকারবিরোধী বিদ্রোহীদের ওপর প্রভাব থাকতে পারে, এমন সদস্য দেশগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে জাতিসংঘ,” বলেন তিনি।

এর আগে ২০১৩’র মার্চ ও মে’তে ইউএনডিওএফ শান্তিরক্ষীদের সশস্ত্র গোষ্ঠিরা অপহরণ করেছিল, পরে নিরাপদেই তাদের মুক্তি দেয়া হয়।

ইউএনডিওএফ’র শান্তিরক্ষীরা ১৯৭৩ সালের সিরিয়া-ইসরায়েল যুদ্ধের পর ১৯৭৪ সালে সেনা প্রত্যাহার চুক্তির তদারকিতে নিয়োজিত আছেন।

জুনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই শান্তিমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত আরো ছয়মাস বৃদ্ধি করে।

৩১ জুলাই, ২০১৪ পর্যন্ত গোলান হাইটসে ফিজি, ভারত, আয়ারল্যান্ড, নেপাল, নেদারল্যান্ড এবং ফিলিপাইনের ১,২৩৩ জন শান্তিরক্ষী মোতায়েন ছিলেন বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।