‘ইবোলা আক্রান্ত হতে পারে ২০ সহস্রাধিক মানুষ’

পশ্চিম আফ্র্রিকায় ইবোলা মহামারীতে ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হতে পারে এবং আরো অনেক দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 11:49 AM
Updated : 29 August 2014, 04:06 PM

এ পর্যন্ত ৩ হাজার ০৬৯ জন ইবোলা আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। তবে প্রকৃত সংখ্যাটা ২ থেকে ৪ গুণ বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও’র সহকারী পরিচালক জেনারেল ডক্টর ব্রুস আইলোয়ার্ড জেনেভায় সাংবাদিকদের বলেন, “এটি কেবল পশ্চিম আফ্রিকা বা আফ্রিকার ব্যাপার না। এটি বিশ্ব নিরাপত্তার বিষয়”।

পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসজনিত রোগে মৃতের সংখ্যা এরই মধ্যে ১ হাজার ৫৫২ ছাড়িয়ে গেছে। ওই অঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইবোলা মহামারিতে মৃতের সংখ্যা আগের সব হিসাব ছাড়িয়ে গেছে।

পশ্চিম আফ্রিকার ৪ টি দেশ গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া এবং নাইজেরিয়া ছাড়াও আরো ১০ টি দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে জানিয়ে ডব্লিউএইচও বলেছে, এ মহামারির রাশ টেনে ধরতে তারা ৪৯০ মিলিয়ন ডলারের একটি কৌশলগত পরিকল্পনা করেছে।