ইউক্রেইন নিয়ে জরুরি বৈঠকে নেটো

পূর্ব ইউক্রেইন সঙ্কট নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছেন নেটো কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 10:31 AM
Updated : 29 August 2014, 10:31 AM

ওই অঞ্চলের লড়াইয়ে রাশিয়ার সরাসরি জড়িত থাকার ব্যাপারে পশ্চিমা বিশ্বের অভিযোগ জোরদার হতে থাকার মধ্যে এ বৈঠক শুরু হল।

নেটো বৃহস্পতিবার স্যাটেলাইটে তোলা বেশকিছু ছবি প্রকাশ করেছে। এ ছবিগুলোতে ইউক্রেইনের অভ্যন্তরে রুশ বাহিনীকে দেখা গেছে বলে জানিয়েছে তারা।অঞ্চলটিতে ১ হাজারের বেশি রুশ সেনা লড়াইয়ে নিয়োজিত রয়েছে বলে দাবি করেছে নেটো।

তবে রাশিয়া ইউক্রেইনে কোনো সেনা পাঠানোর কথা অস্বীকার করেছে। রুশপন্থি বিদ্রোহীরা সম্প্রতি লড়াইয়ে অগ্রগতি অর্জন করছে। এপ্রিল থেকে ইউক্রেইনের সেনাবাহিনী এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে চলমান লড়াইয়ে প্রায় ২ হাজার ৬শ’ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মারিউপোল বন্দরের কাছে প্রচণ্ড লড়াই চলছে বলে জানা গেছে। বিদ্রোহী বাহিনী শহরটি দখল করার চেষ্টা করছে। কিন্তু সরকারি বাহিনী তাদের প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবারে রুশপন্থি বিদ্রোহীরা কাছেন নোভোয়াজোভস্ক শহর দখল করে নিয়েছে।