বদলে যাবে স্মৃতি!

গবেষণাগারে ইঁদুরের মস্তিষ্কের বাজে স্মৃতিকে ভালো সম্মৃতিতে রূপান্তরিত করতে পেয়েছেন বিজ্ঞানীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 04:54 PM
Updated : 28 August 2014, 04:54 PM

`ওয়াল স্ট্রিট জার্নাল' এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ প্রয়োগ ছাড়াই কেবল আলোকরশ্মি ব্যবহার করে ‘ব্রেইন সেলের’ কার্যকারিতা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে মস্তিষ্কে স্মৃতির এ পরিবর্তন ঘটিয়েছেন বিজ্ঞানীরা।

স্মৃতিশক্তির মনস্তাত্বিক ভিত্তি দাঁড় করাতে গবেষণার এ ফল প্রাথমিক অর্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। মানুষের মস্তিষ্কের ক্ষেত্রেও একই ধরনের গবেষণার ফল পেতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের ‘ম্যাসাচ্যুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি’র স্নায়ুবিজ্ঞানী রজার রেডনডো গবেষক দলের নেতৃত্ব দেন।

গবেষণায় প্রাণীর মাথার খুলিতে ফাইবার-অপটিক ক্যাবল এর সাহায্যে লেজার রশ্মি সঞ্চালন করে মস্তিষ্কের সুনির্দিষ্ট কিছু নিউরনকে সক্রিয় করে স্মৃতি পরিবর্তন করার চেষ্টা করেন বিজ্ঞানীরা।

এ প্রক্রিয়ায় তারা ইঁদুরের মস্তিষ্কে ভয়ের একটি স্মৃতিকে আনন্দের স্মৃতিতে রূপান্তরিত করতে সক্ষম হন।

রজার বলেন, “আঘাতজনিত মানসিক চাপ, দুশ্চিন্তাসহ অন্যান্য মানসিক রোগের চিকিৎসায় মস্তিষ্কে সার্কিট পুনর্বিন্যাসের পথ খুলে দিতে পারে এ গবেষণা।”

গত বুধবার এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয়।

মস্তিষ্কের কোন নির্দিষ্ট সার্কিট আমাদের ভালো ও খারাপ স্মৃতি ধারণ করে? ভালো স্মৃতিকেও খারাপ সম্মৃতিতে রূপান্তর করা সম্ভব কিনা? এ দুই প্রশ্নের ওপর ভিত্তি করেই গবেষণাকাজ এগিয়ে নিয়েছেন গবেষকরা।