ইউক্রেইনে মোতায়েন হয়েছে রুশ সেনা: পোরোশেঙ্কো

ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েন হয়েছে বলে জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 02:58 PM
Updated : 28 August 2014, 02:58 PM

তুরস্কে নির্ধারিত সফর বাতিল করে বৃহস্পতিবার তিনি বলেন, রাশিয়ার বাহিনী দেশে প্রবেশ করেছে। বাড়ছে সামরিক সংঘাত।

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নিতে থাকার মধ্যে পোরোশেঙ্কো একথা বললেন।

তিনি বলেন, “রুশ সেনাদেরকে সত্যি সত্যিই ইউক্রেইনে ঢোকানোর ফলে পূর্ব ইউক্রেইনের দোনেস্ক অঞ্চলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে”।

আর তাই তুরস্ক সফর বাতিল করা হচ্ছে জানিয়ে প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনায় বসছেন বলে জানান পোরোশেঙ্কো।

নেটোর এক সামরিক কর্মকর্তাও বলেছেন, “আমাদের হিসাবমতে, ইউক্রেইনে এখন নিয়োজিত রয়েছে মোট ১ হাজার রুশ সেনা। তারা বিদ্রোহীদেরকে লড়াইয়ে সহায়তা করছে”।

তবে রাশিয়া তাদের কোনো সেনার ইউক্রেইন সীমান্ত অতিক্রম করার খবর অস্বীকার করেছে। রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেইনের সেনাবাহিনীর লড়াইয়ে রাশিয়া জড়িত নয় বলে জানিয়েছে মস্কো।

গত এপ্রিল থেকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেইন সেনাবাহিনীর লড়াইয়ে ২ হাজার ২শ’ মানুষ নিহত হয়েছে।

এ সপ্তাহে সীমান্ত পেরোনো ১১ রুশ সেনা ইউক্রেইন বাহিনীর হাতে ধরা পড়ার পরও রাশিয়া পূর্ব ইউক্রেইনে সেনা ও অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করেছে। ওই ১১ রুশ সেনা ভুল করে সীমান্ত পেরিয়ে গেছে বলে দাবি করেছে মস্কো।

কিন্তু সম্প্রতি পূর্ব ইউক্রেইনে বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ শহর দখলে সফলতা থেকে রুশ সেনাদের সমর্থন ও সহায়তার নতুন ফ্রন্ট খোলার বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারেই জরুরি বৈঠকে বসার পরিকল্পনা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।