দক্ষিণ সুদানে হেলিপক্টার বিধ্বস্ত, ৩ শান্তিরক্ষী নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 08:52 AM
Updated : 27 August 2014, 08:52 AM

মঙ্গলবার দক্ষিণ সুদানের ইউনিটি রাজ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে জাতিসংঘ শান্তি মিশন।

এরআগে শান্তি মিশন থেকে জানানো হয়েছিল, ইউনিটি রাজ্যের রাজধানী বেনতিউ’য়ের কাছে ছোট ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ঘটনাস্থলে দক্ষিণ সুদানের সরকারি বাহিনীর সঙ্গে সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখার এর অনুগত বিদ্রোহী বাহিনীর লড়াই চলছে বলে জানা গেছে।

“দক্ষিণ সুদানের জাতিসংঘ মিশন নিশ্চিত করছে যে, এর একটি এমআই-৮ হেলিকপ্টার ইউনিটি রাজ্যের রাজধানী বেনতিউ থেকে ১০ কিমি দূরে বিধ্বস্ত হয়েছে,” এক বিবৃতিতে বলেছে শান্তি মিশন।

বিধ্বস্ত হেলিকপ্টারটি দেশটির ওয়াউ থেকে বেনতিউয়ে মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হত।