‘ইসলামি স্টেটকে নির্মূল সহজ হবে না’

ইসলামিক স্টেট’র (আইএস) মতো মৌলবাদী কোনো গোষ্ঠীকে সমূলে উপড়ে ফেলা সহজ হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 07:32 AM
Updated : 27 August 2014, 07:32 AM

মঙ্গলবার সিরিয়ার ওপর বিমানযোগে গোয়েন্দা অনুসন্ধান চালানোর অনুমতি ঘোষণার সময় ওবামা এই মন্তব্য করেন।

সিরিয়ায় আইএস’র অবস্থানের ওপর যুক্তরাষ্ট্রের আসন্ন হামলার পূর্ব পদক্ষেপ হিসেবে ওই গোয়েন্দা অনুসন্ধান অভিযান পরিচালনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর ক্যারোলাইনায় যুক্তরাষ্ট্রের সাবেক সেনাদের এক সম্মেলনে দেয়া ভাষণে ওবামা বলেন, “আইএস’র মতো একটি ক্যান্সারকে শিকড়সুদ্ধ উপড়ে ফেলা সহজ হবে না, আর এটি দ্রুতও করা যাবে না।”

ভাষণে তিনি ফের ইরাকে যুক্তরাষ্ট্রের স্থলসেনা পাঠানোর বিষয়টি বাতিল করে দেন। ৮ অগাস্ট থেকে দেশটিতে আইএস’র জঙ্গিদের অবস্থানের ওপর বিমান হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, “আমাকে আবার এটা বলতে দিন, যুক্তরাষ্ট্রের স্থলসেনারা ইরাকে লড়াই করতে ফিরে যাচ্ছে না।”

“আমরা যুক্তরাষ্ট্রকে ইরাকে আরেকটি স্থলযুদ্ধে জড়িয়ে পড়ার অনুমতি দেব না,” বলেন তিনি।