'ঘরের ভেতর ই-সিগারেট নিষিদ্ধ করুন'

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, জনসমাগম এলাকা এবং কর্মক্ষেত্রসহ গৃহের অভ্যন্তরে ই-সিগারেট পান ও অপ্রাপ্ত বয়স্কদের কাছে এর বিক্রি বন্ধ করে দেয়া উচিত।

>> বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 04:25 PM
Updated : 26 August 2014, 04:28 PM

হু এক রিপোর্টে বলেছে, স্পষ্ট প্রমাণ ছাড়া ই-সিগারেট ধূমপান ছেড়ে দিতে সাহায্য করতে পারে এই দাবিও বন্ধ হওয়া দরকার।

হু'র বিশেষজ্ঞরা হুঁশিয়ার করেছেন, ই-সিগারেট কিশোর ও গর্ভবতীদের অনাগত সন্তানের জন্য হুমকি হতে পারে।

তবে ই-সিগারেট সমর্থকরা বলছেন, নিয়ন্ত্রণ হওয়া উচিত হবে দুইপক্ষকে বিবেচনা করে।

হু আরও বলছে, জনসমক্ষে অথবা ঘর কিংবা কাজের স্থলে ই-সিগারেট বন্ধের জন্য আইনি পদক্ষেপ নেয়া উচিৎ।

এই রিপোর্টে জোর দেয়া হয়েছে অপ্রাপ্তবয়স্ক তথা শিশুদের মধ্যে এই ই-সিগারেটের ব্যবহার বেড়ে যেতে পারে এমন আশঙ্কার বিষয়ে।

বিশেষজ্ঞরা ই-সিগারেটের সমস্ত ধরণের বিজ্ঞাপন বন্ধ করে দেয়ার কথাও বলেছেন, কারণ তারা মনে করছেন এতে করে অধূমপায়ীরাও আকৃষ্ট হতে পারে।

জনপ্রিয় ফলমূল বা চকলেট ফ্লেভার ই-সিগারেটের বিক্রি ও ভেনডিং মেশিনে এর বিক্রি যথাসম্ভব কমিয়ে দেবার পক্ষে মত দিয়েছেন এই বিশেষজ্ঞরা।