রাশিয়া সঙ্কট উস্কে দিচ্ছে: ইউক্রেইন

রাশিয়া সীমান্ত অতিক্রম করে সেনা পাঠিয়ে সঙ্কট উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেইন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2014, 03:39 PM
Updated : 25 August 2014, 03:39 PM

সোমবার ইউক্রেইনের সেনাবাহিনী বলেছে, বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের ছদ্মবেশে রাশিয়া বাহিনীর একটি দল ১০ টি ট্যাংক এবং দুটো সশস্ত্র পদাতিক যান নিয়ে সীমান্ত অতিক্রম করে দক্ষিণ-পূর্ব ইউক্রেইনে ঢুকে পড়েছে।

রাশিয়া থেকে ঢুকে পড়া বিদ্রোহী সাঁজোয়া যানের এ বহরের সঙ্গে লড়াই করার কথা জানিয়েছে ইউক্রেইনের সেনাবাহিনী। বহরটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিউপোল শহরের দিকে অগ্রসর হচ্ছে।

বহরটিকে নোভোয়াজোভস্ক শহরের কাছে থামানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইন।

সামরিক বাহিনীর মুখপাত্র আন্দ্রি লাইসেঙ্কো সাংবাদিকদের বলেছেন, “রাশিয়ার সেনাবাহিনী আজ সকালে দোনবাস যোদ্ধাদের ছদ্মবেশে দক্ষিণাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলে সামরিক সংঘাত নতুন মাত্রা যোগ করতে এসেছে”।

ইউক্রেইনের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তরক্ষীরা রাশিয়ার বহরকে নোভোয়াজভস্ক এর ৫ কিলোমিটার উত্তর-পূর্বে থামিয়েছে।

ওইখানকার মারকিন নামক একটি গ্রামে প্রচণ্ড সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে যুদ্ধ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইন ন্যাশনাল গার্ডের এক কমান্ডার।

ইউক্রেইনের কয়েকটি সূত্র বলেছে, রুশ বহর বিদ্রোহীদের স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকের প্রতীক বহন করে সীমান্ত অতিক্রম করেছে। কর্মকর্তারা ১০ টি ট্যাংক এবং দুটি সঁজোয়া যানের কথা বললেও অন্যান্য কয়েকটি খবরে গাড়ির সংখ্যা ৩০ উল্লেখ করা হয়েছে।