ফ্রান্সে প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের কাছে তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2014, 10:04 AM
Updated : 25 August 2014, 10:04 AM

মন্ত্রিসভায় অর্থনৈতিক নীতি নিয়ে বিরোধের জেরে ভালস এ পদত্যাগপত্র দেন এবং তাকে একটি নতুন মন্ত্রিসভা গঠনের অনুরোধ জানানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

এতে বলা হয়, “মঙ্গলবার দেশের জন্য প্রেসিডেন্টের দেয়া নির্দেশনা অনুযায়ী একটি নতুন সরকার গঠন করা হবে”।

রোববার ফান্সের অর্থমন্ত্রী আহনুত মুতবুয়র্গের অর্থনীতি সামাল দেয়ার বিষয়টি নিয়ে সমালোচনার মুখে সরকার নাজুক পরিস্থিতিতে পড়ে।

এরপর প্রধানমন্ত্রী ভালস পদত্যাগপত্র দেয়ার পরপরই প্রেসিডেন্ট তার নির্দেশনা অনুযায়ী নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়ে বিবৃতি প্রকাশ করেন।