বাগদাদে গোয়েন্দা সদরদপ্তরে হামলা

বাগদাদে গোয়েন্দা সদরদপ্তরে গাড়িবোমা হামলা চালানো হয়েছে।

>>রয়টার্স
Published : 23 August 2014, 12:39 PM
Updated : 23 August 2014, 12:39 PM

শনিবারের ওই হামলায় আটজন নিহত হয়েছে বলে ইরাকের পুলিশ ও হাসপাতালকর্মীরা জানিয়েছেন।

শিয়া মিলিশিয়াদের গুলিতে দিয়ালা প্রদেশে ৬৮ জনেরও বেশি সুন্নি মুসলিম নিহত হওয়ার পরের দিন এই হামলা হল।

কারা ওই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সম্প্রতি সশস্ত্র যুদ্ধ চালিয়ে সরকারি নিয়ন্ত্রণ থেকে একের পর এক নতুন এলাকার দখল নিচ্ছে আল কায়েদা থেকে বেরিয়ে আসা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ইরাক ছাড়াও পাশের দেশ সিরিয়ার কিছু অংশের দখল নিয়ে ‘ইসলামি খেলাফত’ নামে নতুন ধারার রাষ্ট্রের ঘোষণা দিয়েছে আইএস।

আইএস’র বিরুদ্ধে ইতোমধ্যেই জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় সোচ্চার হয়েছে। জঙ্গি সংগঠনটি ইরাক ও সিরিয়ার দখলকৃত এলাকায় হাজার হাজার ভিন্ন মতাবলম্বীকে হত্যা করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

আইএস জঙ্গিদের মোকাবেলা করতে ইরাকের শিয়া ও সুন্নি জনগোষ্ঠীকে যৌথ অংশগ্রহণে যখন ঐক্যবদ্ধ সরকার গঠনের প্রচেষ্টা চলছে, সেই মুহূর্তে শুক্রবার জুমার নামায চলাকালে শিয়া মিলিশিয়াদের হামলায় সুন্নি মুসল্লি নিহত হওয়ার ঘটনা নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।