জম্মুতে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত ২

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানী সীমান্তরক্ষীদের গুলিতে দুই ভারতীয় নাগরিক নিহত ও অপর সাতজন আহত হয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 03:37 AM
Updated : 23 August 2014, 03:37 AM

শনিবার দিনের প্রথম দিকে রাজ্যটির জম্মু জেলার আর এস পুরা সেক্টরে এ ঘটনা ঘটে।

এ সময় পাকিস্তানি সীমান্তরক্ষীরা (রেঞ্জার্স) ভারতীয় সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএএসএফ) এর সীমান্ত চৌকি লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “আর এস পুরা সেক্টরের জোদাফার্ম গ্রামের দুই গ্রামবাসী, মুহম্মদ আকরাম ও তার ১৩ বছর বয়সী ছেলে আসলাম গুলিতে নিহত হয়েছেন। আকরামের স্ত্রী, তিন সন্তান ও এক বিএসএফ কনস্টেবলসহ আরো সাতজন আহত হয়েছেন।”

আহতদের সবাইকে জম্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

“পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ এখনো অব্যাহত আছে। পাল্টা গুলিবর্ষণ করে বিএসএফ’ও জবাব দিচ্ছে,” বলেন তিনি।

ঘটনাস্থল থেকে পাওয়া সংবাদে জানা গেছে, পাকিস্তানি রেঞ্জার্সরা গুলিবর্ষণে ভারী অস্ত্র ব্যবহার করছে।

পাকিস্তানি গুলিবর্ষণের মুখে জম্মু সীমান্তের ওই এলাকার তিনটি গ্রামের দুই হাজারেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে বলে খবর পাওয়া গেছে। এসব গ্রামবাসীকে নিরাপদ অঞ্চলের দুটি সরকারি উচ্চবিদ্যালয় ও একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনিস্টিটিউট ভবনে সাময়িক আশ্রয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।