লোকসভায় বিরোধী নেতা নেই? আদালতের জিজ্ঞাসা

ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতার আসন শূন্য থাকা নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্টদের কাছে বিরোধী দলীয় নেতার বিষয়ে চার সপ্তাহের মধ্যে উত্তর চেয়েছেন বিচারক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 04:33 PM
Updated : 22 August 2014, 07:15 PM

তবে সরকার সংশ্লিষ্টরা শুক্রবার এনডিটিভি’কে জানায়, বিরোধী দলীয় নেতা ঠিক করার ক্ষেত্রে স্পিকার ও পার্লামেন্টের স্বাধীন ক্ষমতা রয়েছে।

লোকসভায় সরকারি দলের বাইরে এককভাবে সবচেয়ে বড় দল হওয়ার যৌক্তিকতা দেখিয়ে বিরোধী দলের পদ দাবি করছে বিদায়ী দল কংগ্রেস। পার্লামেন্টে তাদের দলনেতা মল্লিকার্জুন খার্গেকে বিরোধী দলীয় নেতার পদ দেয়ার দাবি করছে তারা।

তবে স্পিকার সুমিত্রা মহাজন কংগ্রেসের এই দাবি নাকচ করেছেন। বিরোধী দলীয় নেতা হতে হলে ন্যুনতম ৫৫টি আসন পাওয়ার যে নিয়ম রয়েছে, সেটাকে যুক্তি হিসেবে দেখাচ্ছেন তিনি।

গত লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন।

দলটির নেতা মনিষ তেওয়ারি বলেন, “গণতন্ত্রে বিরোধী দল খুবই গুরুত্বপূর্ণ। সরকার যদি বিষয়টি অগ্রাহ্য করে তবে তা গণতন্ত্রের ওপর আঘাত বলে গণ্য হবে।”

আম আদমি পার্টির নেতা প্রশান্ত বুশানের একটি আবেদনের শুনানি চলকালে বিরোধী দলীয় নেতার প্রসঙ্গটি উঠে আসে আদালতে। দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ (লোকপাল) নিয়োগে সরকারের গড়িমসির কারণ জানতে চেয়ে ওই আবেদনটি করা হয়েছিল।

গত ডিসেম্বরে লোকসভায় লোকপাল নিয়োগের আইনটি পাস হয়। লোকপাল নিয়োগের কমিটিতে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ছাড়াও বিরোধী দলীয় নেতা সদস্য হিসেবে থাকার বাধ্য বাধকতা রয়েছে।

সেকারণে লোকপাল নিয়ে শুনানি করতে গিয়ে বিচারকের কাছে লোকসভায় বিরোধী দলীয় নেতার পদ শূন্য থাকার প্রসঙ্গটি উঠে আসে।