‘জুলাইয়ে ৬৩০০ জঙ্গি যোগ দিয়েছে ইসলামিক স্টেট-এ’

ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখলকারী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীটিতে শুধু জুলাই মাসেই ৬৩০০ জন যোদ্ধা যোগ দিয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 07:31 AM
Updated : 20 August 2014, 07:31 AM

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সিরিয়ান অবজারভেটরির বরাতে সিনহুয়া জানিয়েছে, ৬ হাজার ৩শ’ যোদ্ধা আল কায়েদার ভেঙে গড়ে ওঠা দলটিতের প্রশিক্ষণ শিবিরগুলোতে যোগ দিয়েছেন।

প্রশিক্ষণ শিবিরগুলো অবস্থান সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-রাক্কা ও আলেপ্পোয়।

অবজারভেটরি আরো জানিয়েছে, আইএস জঙ্গি গোষ্ঠীতে যোগদানকারী ৬৩০০ জনের মধ্যে ৫ হাজারই সিরিয়ান নাগরিক, আর বাকি যোদ্ধারা অন্যান্য দেশের নাগরিক।

মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী সিরিয়ান অবজারভেটরি আরো জানিয়েছে, ১৩০০ যোদ্ধা আরব ও বিদেশি নাগরিক যাদের বেশির ভাগই তুরস্ক থেকে সিরিয়ায় প্রবেশ করেছেন।

এই সংস্থাটি জানিয়েছে, আইএস প্রত্যেক সিরিয়ান যোদ্ধাকে মাসে ৪শ’ ডলার করে দিচ্ছে। যেসব যোদ্ধা বিবাহিত তাদের স্ত্রী ও সন্তানদের জন্যও আলাদা করে অর্থ দেয়া হচ্ছে। আর যেসব যোদ্ধা বিদেশি অর্থাৎ সিরিয়ার বাইরের দেশ থেকে এসেছেন তাদের প্রতিমাসে ৮শ’ ডলার করে দেয়া হচ্ছে।

ইসলামি স্টেট (আইএস) ইতোপূর্বে দি ইসলামিক স্টেট এন্ড দ্য লেভান্ত (আইএসআইএল) নামে পরিচিত ছিল। সম্প্রতি এই উগ্রপন্থী গোষ্ঠীটি দাবি করেছে তারা সিরিয়া এবং ইরাকের বিশাল অংশ নিয়ে ‘ইসলামি খেলাফত’ প্রতিষ্ঠা করেছে, যা ওই অঞ্চলের রাজনৈতিক মানচিত্রের জন্য হুমকি হয়ে উঠেছে।