পদত্যাগে অস্বীকৃতি নওয়াজের

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চাপের মুখে পদত্যাগ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 04:57 AM
Updated : 20 August 2014, 04:57 AM

নওয়াজের বরাতে জিও নিউজ এই খবর জানিয়েছে।

সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন দেশটির পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)ও পাকিস্তান আওয়ামি তেহরিক (পিএটি) নওয়াজের পদত্যাগের দাবি জানিয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২টি আসনের মধ্যে পিটিআই’র আসন ৩৪টি। পিটিআই’র সব আইনপ্রণেতা পার্লামেন্ট থেকে পদত্যাগেরও হুমকি দিয়েছেন।

ইমরান দাবি করছেন, ২০১৩ সালে দেশটির পার্লামেন্ট নির্বাচনে নওয়াজের নেতৃত্বাধীন মুসলিম লিগ কারচুপি করছে। আর নওয়াজ ‘ভুয়া ম্যান্ডেটে’র মাধ্যমে ক্ষমতায় এসেছেন।

প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সভাপতিত্ব করেন নওয়াজ। এ সময় তিনি বলেন, আলোচনার জন্য দরজা খোলা রাখা হবে। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না।

বৈঠকে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের সিদ্ধান্তও নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

জানা গেছে, পাকিস্তানে বিক্ষোভ অব্যাহত রাখা হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খান মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, ইসলামাবাদের স্পর্শকাতর রেড জোন এলাকার নিরাপত্তা সেনা বাহিনী নিশ্চিত করবে।

‘রেড জোন’ এলাকাটিতে পাকিস্তানের প্রায় সব সরকারি ভবন ও বিদেশি দূতাবাসগুলো অবস্থিত।

পিটিআই ও পিএটি ওই এলাকা অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা আসে।