‘সৌদি আরবেও এবোলা রোগীর মৃত্যু’

সৌদি আরবে একটি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যিনি এবোলায় আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা ধারণা করছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2014, 06:52 PM
Updated : 8 August 2014, 02:52 PM

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতি ব্যাধি এবোলায় আক্রান্তের লক্ষণ নিয়ে ওই ব্যক্তি জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেলেন।

আফ্রিকায় চলতি বছরের শুরুর দিকে ছড়িয়ে পড়ায় এবোলা ভাইরাসে এ পর্যন্ত নয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ধারণা সঠিক হলে আফ্রিকার বাইরে এটি হবে প্রথম কোনো এবোলা রোগীর মৃত্যু।

নিহত ওই ব্যক্তি সম্প্রতি সিয়েরা লিওন ঘুরে এসেছিলেন। আফ্রিকায় এবোলায় আক্রান্ত চারটি দেশের মধ্যে সিয়েরা লিওন অন্যতম।

রোগটি প্রকোট আকার ধারণ করায় আফ্রিকার কয়েকটি দেশে এবোলা সতর্কতা জারি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জেনেভায় এ নিয়ে জরুরি বৈঠকে বসেছে।

বিশ্বব্যাপী এবোলা নিয়ে সতর্কতা জারি করা হবে কিনা দুই দিনের ওই বৈঠক থেকে সেই ঘোষণাও আসতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

এবোলা এমন এক ধরনের জ্বর যাতে আক্রান্ত রোগীর প্রায় ৯০ শতাংশের মৃত্যু হতে দেখা গেছে।

পশ্চিম আফ্রিকার চারটি দেশে এ পর্যন্ত ৯৩২ জনের মৃত্যু হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস, মলমূত্র ও অন্যান্য তরল বর্জ্য থেকে এবোলা ছড়িয়ে পড়ছে। রোগটির সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে, পৃথিবীতে এখন পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কৃত হয়নি।