চীনে গাড়ি কারখানায় বিস্ফোরণে নিহত ৬৮

চীনের পূর্বাঞ্চলীয় শিল্প সমৃদ্ধ প্রদেশ জিয়াঙসুতে একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 2 August 2014, 04:43 AM
Updated : 2 August 2014, 01:48 PM

কুনশান শহরে এই বিস্ফোরণে আহত হয়েছে শতাধিক।

শনিবার সকাল সাড়ে ৭টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে চীনের সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

কারখানাটিতে গাড়ির চাকার ধাতু নির্মিত অংশটি তৈরি করা হতো।

চায়না সেন্ট্রাল টেলিভিশনে (সিসিটিভি) সম্প্রচারিত ছবিতে একটি ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। অন্য ছবিতে আহতদের অ্যাম্বুলেন্সে ও ট্রাকে করে নিয়ে যেতে যায়।

দুর্ঘটনা কবলিত কারখানাটির নাম ঝোঙরঙ প্লেটিং বলে জানিয়েছে সিসিটিভি। ঝোঙরঙের ওয়েবসাইটে বলা হয়েছে, কারখানাটিতে ৪৫০ জন কর্মী ছিলেন।

কারখানাটির ক্রেতাদের তালিকায় যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরস ও অন্যান্য কোম্পানির নাম আছে।

সিসিটিভি জানিয়েছে, দুর্ঘটনার সময় কারখানাটিতে ২০০ জন কর্মী কর্মরত ছিলেন এবং এদের মধ্যে ৪০ জন তাৎক্ষণিকভাবে মারা যান।

উদ্ধারকাজ চলছে এবং হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে কর্তৃপক্ষ চেষ্টা করছে বলে জানিয়েছে সিসিটিভি।