দ্রুত ছড়িয়ে পড়ছে এবোলা ভাইরাস: ডব্লিউএইচও

পশ্চিম আফ্রিকায় অতি দ্রুত ছড়িয়ে পড়ছে এবোলা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান মার্গারেট চ্যান একথা বলেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 04:03 PM
Updated : 1 August 2014, 04:03 PM

আঞ্চলিক নেতাদের এক সম্মেলনে তিনি বলেন, এবোলা সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হলে বহু মানুষ মারা গিয়ে বিপর্যয় নেমে আসতে পারে।

কিন্তু তিনি বলেন, ভালোভাবে ব্যবস্থা নেয়া হলে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে ফেব্রুয়ারি থেকে ৭২৯ টি জীবন কেড়ে নেয়া এবোলা ভাইরাস সংক্রমণ ঠেকানো যেতে পারে।

এবোলা আক্রান্তদের ৯০ শতাংশই মারা গেছে।

প্রাণঘাতী এবোলা ভাইরাস সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় বৃহস্পতিবার জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করে সিয়েরা লিওন।প্রতিবেশী দেশ লাইবেরিয়াতেও এবোলা সংক্রমণ ঠেকাতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়।

এ ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। মানবদেহের তরল বর্জ্য যেমন থুথু, ঘাম ইত্যাদির মাধ্যমে ভাইরাসটি সংক্রমিত হয়ে থাকে বলে জানা গেছে।