ইরাকে জুলাইয়ে নিহত ১৭শ’ ছাড়িয়েছে

ইরাকে জুলাইয়ে সহিংসতায় অন্তত ১ হাজার ৭৩৭ জন নিহত এবং ১ হাজার ৯৭৮ জন আহত হয়েছে। ইরাকে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমআই) একটি বিবৃতিতে একথা বলা হয়েছে।

..আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 03:10 PM
Updated : 1 August 2014, 03:10 PM

এতে বলা হয়, গত মাসে ১,১৮৬ জন বেসামরিক নাগরিক, ১০৬ পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ৫৫১ কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে ১,৫১১ বেসামরিক নাগরিক ও ১৭৭ পুলিশ।

এছাড়াও, সন্ত্রাসী হামলায় জুলাইয়ে আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর আরো ৪৬৭ সদস্য। জাতিসংঘের দেয়া তথ্য উদ্ধৃত করে একথা জানিয়েছে সিনহুয়া বার্তা সংস্থা।

তবে ইউএনএএমআই এর দেয়া নিহতের পরিসংখ্যানে আনবার প্রদেশে হতাহতের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। ওই প্রদেশে ডিসেম্বরের পর থেকে সহিংসতা বেড়েছে।

বিবৃতিতে রয়েছে আনবার প্রদেশের ফাল্লুজা শহরের হাসপাতাল থেকে সংগৃহীত তথ্য। এতে বলা হয়, ৩০ মার্চ পর্যন্ত শহরটিতে মোট বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ১৩২ এবং আহত ৪২১। তবে আনবারের অন্যান্য অঞ্চলের হতাহতের সংখ্যা জানা যায়নি।

ইরাকে সহিংসতা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ দূত এবং ইউএনএএমআই।