এমএইচ১৭ বিধ্বস্তস্থলে তদন্তকারীদের কাজ শুরু

ডাচ এবং অস্ট্রেলিয়ার ৭০ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল শেষ পর্যন্ত পূর্ ইউক্রেইনে মালয়েশিয়ার এমএইচ১৭ ফ্লাইট বিধ্বস্তস্থলে কাজ শুরু করেছে।

নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 02:33 PM
Updated : 1 August 2014, 02:33 PM

ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংগঠনের (ওএসসিই) পর্যবেক্ষকদের সঙ্গে একটি গাড়িবহরে করে ঘটনাস্থলে যান তদন্তকারীরা।

এমএইচ১৭ ফ্লাইট বিধ্বস্ত হওয়ার পর এই প্রথম সেখানে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এতবড় দল গেল।

ওই স্থানে প্রায় ৮০ টি লাশ আছে বলে অস্ট্রেলিয়ার ধারণা। অঞ্চলটিতে লড়াই বাড়ছে। বৃহস্পতিবার বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় সেখানে ১০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

তদন্তকারীরা এর আগে লড়াইয়ের কারণে এলাকাটিতে ঢুকতে পারেননি। তবে দোনেস্কে বিদ্রোহীদের বিরুদ্ধে ইউক্রেইনের সেনাবাহিনী একদিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণার পর বিশেষজ্ঞরা স্থানটিতে গেলেন।

তবে কাছাকাছি অঞ্চলে লড়াই চলতে থাকায় ঘটনাস্থলটি সরকার নাকি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে তা এখনো স্পষ্ট নয়।