পাকিস্তানকে ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

সীমান্তে কোনো ধরণের উত্তেজনা ছড়ানো হলে এর প্রতিক্রিয়া আগের চেয়ে আরো তীব্র হবে বলে পাকিস্তানকে হুঁশিয়ার করেছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল দালবির সিং সোহাগ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 10:24 AM
Updated : 1 August 2014, 10:24 AM

এনডিটিভি’র খবরে বলা হয়, বৃহস্পতিবার বিদায়ী সেনাপ্রধান বিক্রম সিং এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন সোহাগ।

এ সময় বিগত দিনে পাকিস্তানি সেনাবাহিনীর কয়েকটি আক্রমণে নিজ বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেন তিনি।

এসব আক্রমণের ঘটনায় তাৎক্ষণিকভাবে জবাব দেয়া হয়েছে জানিয়ে নতুন সেনা প্রধান বলেন, ভবিষ্যতে এধরনের আক্রমণ হলে আরো কঠোরভাবে পাল্টা হামলা চালানো হবে।

গত বছর জানুয়ারিতে কাশ্মির সীমান্ত এলাকায় ভারতের সেনাবাহিনীর দুই সদস্যকে হত্যা করে পাকিস্তানী সেনারা। দুই সেনার একজনকে শিরোচ্ছেদ করে হত্যা করা হয় বলে এনডিটিভি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওই দুইজনকে হত্যা করা ছাড়াও বছরজুড়ে আরো কয়েকবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করা হয়েছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন সেনাপ্রধান।

গত অগাস্টেও জঙ্গিদের সংশ্লিষ্টতায় পাকিস্তানি সেনারা পাঁচ ভারতীয় সেনাকে হত্যা করে। অবশ্য কয়েকটি আক্রমণের ঘটনার পাল্টা জবাব দেয়া হয়েছে বলেও স্বীকার করে ভারত কর্তৃপক্ষ।

জেনারেল সোহাগ বলেন, তিনি ১৩ লাখ সদস্যের বাহিনীর সক্রিয়তার ওপর গুরুত্ব দেবেন।

“আমার দৃষ্টি থাকবে আমার জওয়ানদের ওপর। সেনাবাহিনীর সমর প্রস্তুতি ও দক্ষতা বাড়ানো। সেনাবাহিনীর কাছে সর্বাধুনিক সমরাস্ত্র থাকবে বলে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই।”