তাইওয়ানে গ্যাসলাইনে বিস্ফোরণ, নিহত ২৪

তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর খেসিয়াংয়ে গ্যাসের সরবরাহ লাইনে ফাটল থেকে পরপর কয়েকটি বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত ও ২৭০ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 06:12 AM
Updated : 1 August 2014, 06:12 AM

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, বিস্ফোরণের পর রাস্তায় চলমান গাড়িগুলো ছিটকে পড়ে, সড়কে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়।

বিস্ফোরণের কারণ জানা যায়নি, তবে গ্যাস লাইনে ফাটল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে পর পর পাঁচটি বিস্ফোরণ ঘটে বলে তাইওয়ানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। বিস্ফোরণের পর একের পর এক আগুনের গোলা আকাশের দিকে উড়ে যেতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।

প্রথম দফার বিস্ফোরণের পর সেখানে পর্যবেক্ষণ করতে যাওয়া অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরাও পরবর্তী বিস্ফোরণের শিকার হন। এতে অন্তত চারজন বিশেষজ্ঞ মারা যান বলে জানা গেছে।

তাইওয়ানের আগুন নিয়ন্ত্রণ সংস্থা এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার দিনের শেষভাগে গ্যাসলাইনে ফাটল ধরেছে বলে তাদের স্থানীয় কার্যালয়ে খবর আসে। ওই রাতেই দুই থেকে তিন কিলোমিটার এলাকা জুড়ে একের পর একে বিস্ফোরণ শুরু হয়।  

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে সরে আসা এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, সড়কের বিভিন্ন স্থানে তিনি গাড়ি ও মোটরসাইকেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন। চিকিৎসকরা সেখানে পড়ে থাকা মানুষগুলো বেঁচে আছেন কিনা তা পরীক্ষা করছিলেন।

বিস্তৃত এলাকাজুড়ে ওই বিস্ফোরণ ঘটার কারণে সব তথ্য পাওয়া যাচ্ছে না। বিস্ফোরণ এলাকার সড়কের বিশাল অংশজুড়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে এলে ধ্বংসস্তূপের ভেতরে আরো মৃতদেহ পড়ে আছে কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা।