গাজার সব সুড়ঙ্গ ধ্বংস করবে ইসরায়েল

গাজায় হামাস যোদ্ধাদের খোঁড়া সব সুড়ঙ্গ ধ্বংসের অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 11:16 AM
Updated : 31 July 2014, 11:16 AM

সুড়ঙ্গগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে এবং এ সময় কোনো যুদ্ধবিরতিও ইসরায়েল মানবে না বলে জানিয়েছেন তিনি।

তেল আবিবে মন্ত্রিসভার এক বৈঠকের আগে নেতানিয়াহু বলেন, “ইসরায়েল সুড়ঙ্গগুলো ধ্বংস করতে সংকল্পবদ্ধ (ইসরায়েলি শহর এবং সেনাদের ওপর হামলা চলে এ সমস্ত সুড়ঙ্গপথে)। তা কোনো যুদ্ধবিরতি থাক বা না থাক”।

ইসরায়েলের সেনাবাহিনী বুধবার হিসাব কষে বলেছে, সুড়ঙ্গ ধ্বংসের কাজ শেষ করতে আরো কয়েকদিন লাগবে। এ অভিযান এরই মধ্যে ৪ সপ্তাহে পড়েছে।

নেতানিয়াহু বলেন, “ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ এ কাজটি শেষ করতে বিঘ্ন ঘটে এমন কোনো প্রস্তাব আমি মেনে নেব না”।

ইসরাইলের এরই মধ্যে গাজা অভিযানে আরো ১৬,০০০ রিজার্ভ সেনা তলব করেছে। বৃহস্পতিবার তেল আবিব অতিরিক্ত এ সেনা তলবের ঘোষণা দেয়। এ নিয়ে মোট সেনা সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজারে।

দুপক্ষের লড়াইয়ে গাজায় এ পর্যন্ত প্রায় ৪ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গাজায় ইসরায়েলি হামলায় সর্বশেষ নিহত নিয়ে ২৩ দিনের হামলায় নিহতের সংখ্যা মোট ১,৩৭২ জনে দাঁড়িয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক মানুষ ।

ইসরায়েলে হামাস ও এর মিত্রদের গাজা থেকে চালানো রকেট হামলা বন্ধ করার কথা বলে ৮ জুলাই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরে গাজায় হামাসের খোড়া সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার নির্দেশ দিয়ে স্থল অভিযানে নামে।