শরীরে বোমা বাঁধা দশ বছরের বালিকা উদ্ধার

দশ বছরের শিশু এক বালিকার শরীরে বোমা বেঁধে গাড়ি নিয়ে ঘুরছিল নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠি বোকো হারামের দুই সদস্য।

>>রয়টার্স
Published : 31 July 2014, 09:45 AM
Updated : 31 July 2014, 10:48 AM

ওই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করে বোমা বাঁধা বালিকাকে উদ্ধার করেছে নাইজেরীয় সেনাবাহিনী।

বুধবার নাইজেরীয় সরকার এ খবর জানিয়েছে।

সরকারি মুখপাত্র মাইক ওমেরি জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলীয় রাজ্য কাতসিনার রাস্তায় একটি হোন্ডা সিআরভি গাড়িতে বোমা বাঁধা ওই বালিকাকে নিয়ে যাওয়ার সময় সন্দেহভাজনরা ধরা পড়ে।

তিনি বলেন, “দশ বছরের হাদিজাকে শরীরে বিস্ফোরক বাঁধা বেল্টসহ আবিষ্কার করা হয়। এ সময় ইলিয়া ও জায়নাব গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পরে রাস্তা থেকে গাড়িটি আটক করে তাদের গ্রেপ্তার করা হয়।”

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি শরিয়া ভিত্তিক কট্টর ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে বিদ্রোহ ঘোষণা করে হামলা চালাতে শুরু করে বোকো হারাম। নাইজেরিয়ার রাজধানী আবুজাসহ দেশজুড়ে বোকো হারামের নির্বিচার হামলায় এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

চলতি বছর এপ্রিলে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি রাজ্যের এক স্কুল থেকে প্রায় ২০০ স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় গোষ্ঠিটি। ওই স্কুল ছাত্রীদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।