এবোলা সংক্রমণ: লাইবেরিয়ায় ফুটবল বাতিল

এবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফুটবল খেলার সব আয়োজন বাতিল করেছে লাইবেরিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 02:47 PM
Updated : 29 July 2014, 02:48 PM

এবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে ফুটবল খেলার অয়োজন অন্যতম একটি কারণ বলে বিশেষজ্ঞরা চিহ্নিত করার পর এ সিদ্ধান্ত এল।

গত ফেব্রুয়ারিতে পশ্চিম আফ্রিকায় এবোলা ভাইরাস দেখা দেয়ার পর এ পর্যন্ত ৬৭২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তির শরীরের ফ্লুইডের মাধ্যমে ওই রোগ ছড়ায়।

পশ্চিম আফ্রিকার গিনিতে প্রথম রোগটি ধরা পড়ে। লাইবেরিয়া, সিয়েরা লিওনে বিস্তৃতির পর চলতি মাসে নাইজেরিয়াতেও এক এবোলা আক্রান্ত ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

নাইজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে এমন সবাইকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।